Flame BD এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক শিক্ষামূলক বাংলা প্লাটফর্ম।

প্রশ্ন করার নীতিমালাঃ

১। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা ব্যবহার করতে হবে। বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে)। তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এছাড়া যে শব্দের সহজবোধ্য বাংলা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। ইংলিশ সাবজেক্ট এর প্রশ্ন ইংলিশে করা যাবে। বিশেষ সদস্যগণ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।

২। Flamebd এ প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমাদের সাইটের সার্চ বক্সে একবার সার্চ করে দেখুন, আপনার উক্ত প্রশ্নটি পূর্বে থেকেই করা আছে কিনা। অর্থাৎ, পূর্বে অন্য কোন সদস্য আপনার প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন কিনা এবং তাতে আপনার প্রশ্নের সন্তুষ্টজনক উত্তর আছে কিনা। যদি আপনার প্রশ্নটির উত্তর পেয়ে যান, সেক্ষেত্রে প্রশ্ন দ্বিতীয়বার করার প্রয়োজন নেই।
উত্তর থাকা সত্বেও একই প্রশ্ন একাধিকবার করলে প্রশাসকগণ ঐ প্রশ্ন মুছে ফেলতে পারেন।


৩। যে প্রশ্নের উত্তর সম্পর্কে আপনি ভাল জানেন, সেই প্রশ্ন করা যাবেনা। আপনার অজানা বিষয়েই কেবল জানার জন্য প্রশ্ন করতে পারবেন।(না জানার ভাব করে, জানা উত্তরের প্রশ্নও গ্রহনযোগ্য হবেনা)। আইকিউ ও ধা-ধা ধরনের প্রশ্ন শুধু মাত্র মজা নিতে করা যাবেনা। যেকোন ছেলেমানুষী কমেডি ধরনের যেনতেন আইকিউ গ্রহন করা হবেনা । এক কথায় উত্তরযুক্ত প্রশ্নকে অনুৎসাহিত করা হচ্ছে। কিন্তু সাধারনজ্ঞান ভিক্তিক প্রশ্ন করা যাবে।

৪। কোনো প্রশ্ন করলে সবচেয়ে কাছের সঠিক বিভাগ নির্বাচিত করুন। আপনি যদি উক্ত প্রশ্নটির সঠিক বিভাগে নির্বাচিত করতে অকৃতকার্য হোন, এক্ষেত্রে " ( অন্যান্য ) " বিভাগে আপনার প্রশ্নটি করুন। পরবর্তী যেকোনো সময় আমাদের যেকোনো বিশেষ সদস্য উক্ত প্রশ্নটি সঠিক বিভাগ নির্বাচিত করে দিবেন।

৫। উত্তরদাতা আপনার প্রশ্নটি পুরোপুরি বুঝার জন্য প্রশ্নের " ব্যাখ্যামূলক তথ্য " বক্সে আপনার প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত দিতে পারেন। এতা করে, উত্তরদাতার প্রশ্নটির উত্তর দিয়ে সহজ হবে।

৬। আপনার প্রশ্নটি এমন হবে যেন প্রশ্ন পড়েই মনে হবে আপনি বিস্তারিত অনেক কিছু জানতে চেয়েছেন। যেমনঃ বাংলাদেশের রাজধানী ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে? এ সংক্রান্ত ইতিহাস জানতে চাই? তবে একসাথে ভিন্ন ভিন্ন বিষয়ে দুটি প্রশ্ন করা যাবেনা। একই বিষয় হলে করা যাবে যদি উত্তর একটি আর্টিকেলেই থাকে।

৭। অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্ন করলে প্রশ্নের বানানগুলো স্পষ্ট করে সুন্দরমতো সাজিয়ে-গুছিয়ে প্রশ্নটি করুন। যাতে আপনার প্রশ্নটি অন্যান্য সদস্যগণের নিকট বোধগম্য হয়। প্রশ্নটি পরিপাটি হলে উত্তরকারীর জন্য উত্তর দিতে সহজ হবে।

৮। বিশেষ সদস্যগণ বা কতৃপক্ষ সেন্সর করে আপনার যেকোন প্রশ্ন মুছে ফেলতে পারেন অথবা সম্পাদনা করে যথাযথভাবে উপস্থাপনা করে প্রকাশ করতে পারেন।
ফ্লেমবিডি এ সুস্বাগতম !! যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং প্লাটফর্ম এর অন্যান্য সদস্যদের নিকট থেকে মুহুর্তেই পেতে পারেন আপনার কাংখিত উত্তর। আরো সহজভাবে বলতে গেলে ফ্লেমবিডি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন।
...