১। প্রশ্নে, উত্তরে, বার্তা ও মন্তব্যে বাংলা ভাষা ব্যতীত অন্যান্য ভাষা প্রয়োগ করা থেকে সবসময় বিরত থাকুন।
২। কোন ব্যক্তিগত বার্তা প্রেরকের পূর্বানুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত বার্তায় কাউকে হয়রানি করা যাবে না কিংবা অবৈধ কোন কিছু আদান-প্রদান করা যাবে না।
৩। ভালো কোন উত্তর দেখলে মানসম্মত ভোট প্রদান করুন এবং উত্তরকারীর উত্তরটিকে সর্বোত্তম উত্তর হিসেবে নির্বাচিত করার চেষ্টা করুন। এতে করে পরবর্তীতে প্রশ্নকারীর অন্যান্য প্রশ্নে উত্তর প্রদান করার প্রতি আগ্রহী হবেন। প্রয়োজনে উত্তরকারীর ভালো, মানসম্মত, যথোপযুক্ত উত্তরের জন্য মন্তব্য করে ( উত্তরটি ভালো হয়েছে, ভালো উত্তরটি প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ ইত্যাদি, এগুলোও জানিয়ে উত্তরকারীকে উৎসাহিত করতে পারেন)। অনুপযোগী উত্তর দেখলে নিম্নভোট প্রদান করুন। এবং আপত্তিকর থাকলে "সতর্ক কর" নামের অপশনে ক্লিক করে, সতর্ক করে আমাদের জানিয়ে দিতে পারেন।
৪। ব্যক্তিগত স্বার্থে বা ইচ্ছাকৃতভাবে কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোন যৌক্তিক ও পর্যাপ্ত কারণ ছাড়া ঋণাত্মক ভোট দেয়া যাবেনা বা সতর্ক করা যাবেনা।
৫। Flamebd এ একাউন্ট খুললে তা আর ডিলেট করতে পারবেন না।
৬। এখানে অন্য সাইটে প্রকাশিত নিজের কোন লেখা বা নিজের ওয়েবসাইটের প্রচার বা প্রসার করা যাবেনা।Flamebd এর মূল উদ্দেশ্য জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ করা। এটি কোন বেচাকেনা কিংবা বাণিজ্যিক কেন্দ্র নয়। তাছাড়া লেখার সাথে অসংগতিপূর্ণ কোন লিংক উল্লেখ করা যাবেনা, যার সাথে ব্যক্তিস্বার্থ বা আর্থিকস্বার্থ জড়িয়ে আছে। তবে আপনি যদি কোন বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, কিংবা কোন বিষয়ে যদি আপনার শখ থেকে থাকে বা কোন বিষয়ে যদি আপনার পেশাগত দক্ষতা থেকে থাকে, তবে সে বিষয়ক যেকোন প্রশ্ন, উত্তর বা মন্তব্যে বিস্তারিত তথ্যের জন্য ভাল ও তথ্য সমৃদ্ধ যে কোন ওয়েবসাইট লিংক (সেটা আপনার নিজের ওয়েবসাইটও হতে পারে) আপনি উল্লেখ করতে পারবেন।
৭। প্রতিটি সদস্যের সাথে মার্জিত ভাষায় কথাবার্তা বলা। কোনো সদস্যকেই তুমি বলে সম্বোধন করবেন না। প্রতিটি সদস্যকে আপনি করে সম্বোধন করা। কোনো সদস্যকে অপমানিত বা ছোট করা হবে এমন ভাষা ব্যবহার করে সম্বোধন করা থেকে বিরত থাকুন।
৮। কোনো উত্তরে, প্রশ্নে, মন্তব্যে কিংবা একান্ত বার্তায় অশালীন, অশ্লীল, আক্রমণাত্মক ও অনর্থক ভাষা প্রয়োগ করা থেকে সবসময় নিজেকে অব্যাহতি রাখুন। Flamebd এর যেকোনো কার্যক্রমের ক্ষেত্রে এই ভাষাগুলো প্রয়োগ করা থেকে বিরত থাকুন। Flamebd এর সদস্য হিসেবে প্রতিটি সদস্যের সাথে শালীনতা সবসময় বজায় রাখুন এবং অন্যান্য সদস্যকে সম্মান করুন।
৯। ভালো কোন উত্তর দেখলে মানসম্মত ভোট প্রদান করুন এবং উত্তরকারীর উত্তরটিকে সর্বোত্তম উত্তর হিসেবে নির্বাচিত করার চেষ্টা করুন। এতে করে পরবর্তীতে প্রশ্নকারীর অন্যান্য প্রশ্নে উত্তর প্রদান করার প্রতি আগ্রহী হবেন। প্রয়োজনে উত্তরকারীর ভালো, মানসম্মত, যথোপযুক্ত উত্তরের জন্য মন্তব্য করে ( উত্তরটি ভালো হয়েছে, ভালো উত্তরটি প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ ইত্যাদি, এগুলোও জানিয়ে উত্তরকারীকে উৎসাহিত করতে পারেন)। অনুপযোগী উত্তর দেখলে নিম্নভোট প্রদান করুন। এবং আপত্তিকর থাকলে "সতর্ক কর" নামের অপশনে ক্লিক করে, সতর্ক করে আমাদের জানিয়ে দিতে পারেন।
১০। অযথা কারো প্রশ্ন, উত্তর ও মন্তব্যে সর্তক করা বা ধব্বজা যুক্ত করবেন না। সর্তক করা বা সতর্ক করার পূর্বে মন্তব্য করে জানিয়ে দিন সর্তক করার কারণটি।
১১। একজন সদস্য কোন অবস্থাতেই একাধিক সদস্য নাম ব্যবহার করতে পারবেনা। কোন ব্যক্তি একাধিক সদস্য নাম ব্যবহার করে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করলে বা একাধিক সদস্য নাম ব্যবহার করে নিজের লেখায় অবৈধভাবে ভোট দিলে - তার বিরুদ্ধে প্রশাসকগণ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
১২। প্রশ্ন, উত্তর, মন্তব্য বা অন্য কোথায়ও অশ্লীল বা অশালীন (লেখা, ছবি, লিংক বা ভিডিও ইত্যাদি) এবং রাষ্ট্র বিরোধী, ধর্ম
বিরোধী কিছু শেয়ার করা যাবে না।
১৩। Flamebd এ প্রকাশিত প্রশ্ন, উত্তর, মন্তব্যসহ যাবতীয় সকল কার্যকলাপের সম্পূর্ণ দায়ভার আপনার নিজের উপর। কিন্তু তা প্রকাশের পর রাখা বা মুছে ফেলার ক্ষমতা প্রশাসন বোর্ডের। Flamebd আপনার প্রকাশিত সকল কার্যক্রমের কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না। কোন ধরনের আইনগত ঝামেলা হলে তা সর্ম্পুন আপনার উপর বর্তাবে।
১৪। আপনি যা নন, বাহবা নেবার জন্য দয়া করে সেভাবে নিজেকে উপস্থাপন করবেন না। Flamebd এর সদস্য হিসেবে আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে। এমনভাবে কোন উত্তর বা মন্তব্য করবেন না যাতে করে তা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
কোন সদস্য উপরোক্ত নীতিমালাসমূহ অমান্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীর (বা সৃষ্টিকারীদের) বিরুদ্ধে
Flamebd এর প্রশাসন বোর্ড প্রয়োজনমত নিম্মবর্ণিত এক বা একাধিক ব্যবস্থা নিবেন।
-
সাময়িকভাবে বা স্থায়ীভাবে নিষিদ্ধ করা।
-
ওয়ার্নিং বা সতর্কতা পাঠানো।
-
প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্যনাম/পয়েন্ট বা সংশ্লিষ্ট বিষয়টি পুরোপুরি বা আংশিক পরিবর্তন বা পরিবর্ধন করা।
-
ইমেইল/আইপি নিষিদ্ধ করা।
-
সংশ্লিষ্ট প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্য নাম/পয়েন্ট ইত্যাদি বন্ধ করা বা মুছে ফেলা।
-
সদস্যপদ বাতিল করা / মুছে ফেলা।
-
এছাড়াও যুক্তিসংগত অন্যান্য যে কোন ব্যবস্থা নেয়া।
ইত্যাদি