একাউন্ট তৈরির নীতিমালাঃ
১। দয়া করে বাংলা সদস্য নাম ব্যবহার করুন। অবশ্যই সুন্দর ও সহজে পঠনযোগ্য হতে হবে।
২। আপনার সঠিক নাম ব্যবহার করুন। নিক নেম গ্রহনযোগ্য তবে যে নামে আপনাকে কেউ চেনেন না সেই নাম গ্রহনযোগ্য নয়।
৩। বিশেষ কিছু নাম ব্যবহার করা যাবেনা। যেমনঃ কিউট পরি, সুন্দরী পরী, স্মার্ট বয় ইত্যাদি। ধর্মানুভূতিতে আঘাত করে এমন কোন নাম ব্যবহার করা যাবে না। মানুষের নাম নয় এমন নামও ব্যবহার করা যাবেনা।
৪। নিজের নামের ক্ষেত্রে কোন অপঠনযোগ্য ক্যারেক্টার ব্যবহার করা যাবেনা তবে নাম আগেই কেউ নিয়ে থাকলে আপনি নামের শেষে সংখ্যা ব্যবহার করতে পারবেন।
৫। রেজিস্ট্রেশন করার পর আপনার নাম কোনরুপ সম্পাদনা করা হবেনা। আপনি অনুরোধ করতে পারবেন না। তবে কতৃপক্ষ যেকারও , যেকোন নাম সম্পাদনা করার অধিকার সংরক্ষন করে।(যদি নামে কোন অপ্রাসঙ্গিক, আপত্তিমুলক অথবা কোন অভিযোগ থাকে) ।
৬। আপনি কখনো আপনার একাউন্ট ডিলিট করতে চাইতে পারবেন না। কোন প্রক্রিয়ায় আপনি আমাদের সার্ভিস ব্যবহারে অস্বীকৃতি জানালেও তখন থেকেই আপনি ব্যবহার বন্ধ করতে পারেন তবে আপনার একাউন্ট বন্ধ করা হবেনা। এই মর্মে স্বীকার করেই একাউন্ট খুলছেন বলে স্বীকৃতিপ্রাপ্ত।
তবে কতৃপক্ষ চাইলে যে কারও একাউন্ট মুছে ফেলার অধিকার সংরক্ষন করে।
৭। কোন অবস্থাতেই নিম্নে বর্ণিত সদস্য নামগুলো নিজের জন্য নেয়া যাবেনা।
এসব সদস্যনাম পরবর্তীতে প্রশাসকগণ কোন কারণ না দর্শিয়েই মুছে দেবেন।
- Flamebd এর প্রশাসন বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন সদস্য নাম ব্যবহার করা যাবে না। যেমন: - অ্যাডমিন, প্রশাসক, সমন্বয়কারী, রুট ইত্যাদি।
- মানুষের ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এরকম নাম নেয়া যাবে না (যেমন: আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি)
-
বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়ে নিবন্ধন করা যাবে না (যেমন: আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, লিনুস, স্টিভ জবস, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি)। অবশ্য বাস্তবিকই যদি ব্যবহারকারীর নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকে, তবে সেটা বিবেচনা করা হতে পারে।
-
অপর কোন গুরুত্বপূর্ণ পক্ষকে উপস্থাপন করে বা অন্য কোন পক্ষের প্রতিনিধিত্ব বোঝায়, অনুমতি ছাড়া সেরকম নামও ব্যবহার করা যাবেনা।
-
Flamebd এর কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না।
-
অশ্লীল কোন নাম বা কোন অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না।
৮। আপনার একাউন্টের কার্যক্রম নিয়মিত দেখা হতে পারে।
৯। নীতিমালা পরিপূর্নভাবে স্বীকার করে একাউন্ট করছেন এবং আমাদের স্থায়ী ও অস্থায়ী সকল প্রকার আদেশ নিষেধ মেনে চলবেন মর্মে একাউন্ট করার অনুমতি দেয়া হল।
...