Flame BD এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক শিক্ষামূলক বাংলা প্লাটফর্ম।

উত্তর দেওয়ার নীতিমালাঃ

১। Flamebd হলো সম্পূর্ণ বাংলা ভাষার ওয়েবসাইট। সুতরাং, সকল প্রশ্নের উত্তর বাংলা ভাষায় প্রদান করা বাধ্যতামূলক।

২। বিভাগ অনুযায়ী বিশেষজ্ঞ রাখা হতে পারে, যারা দেখবেন সঠিক তথ্য ও নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স দিয়ে পূর্ন উত্তর প্রদান করা হয়েছে কিনা। অসম্পূর্ণ ও যথাযথ না হলে লুকায়িত বা বাতিল করা হবে।

৩। Flamebd এর একজন সদস্য হিসেবে প্রথমেই মনে রাখতে হবে, Flamebd হলো একটি সমস্যা সমাধানমূলক ওয়েবসাইট। সেক্ষেত্র কোনো প্রশ্নের উত্তর প্রদান করলে নির্ভুল, সুপ্রযুক্ত, মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল উত্তর দিয়ে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করুন। আংশিক, অসম্পূর্ণ, যুক্তিহীন, অযৌক্তিক উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন।

৪। উত্তর প্রদান করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা তথা বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবেনা। তবে বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে) তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এক্ষেত্রেও যদি বাক্যটি কোন মহামানবের কোটেশন হয় তবে তা গ্রহনযোগ্য এবং বাক্যটি ডাবল কোটেশনের ভেতর লিখতে হবে। এছাড়া যে শব্দের সহজবোধ্য বাংলা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। কতৃপক্ষ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।

৫। যে প্রশ্ন সম্পর্কে আপনি ভাল জানেন, শুধু সেই প্রশ্নের জন্য উত্তর প্রদান করুন । এক কথায় উত্তর প্রদান করা যাবেনা অর্থাৎ অল্প কথায় উত্তর প্রদান করা যাবেনা। যে বিষয়ে প্রশ্ন, সেই বিষয়ের ভুমিকা সঙ্গা সহ গভেষণা মুলক বা আর্টিকেল মুলক বিষদভাবে উত্তর করতে হবে। অনেকটা "বাংলা দ্বিতীয় পত্রের রচনা" লেখার মত।

৬। কোনো প্রশ্নের সমস্যার সমাধান যদি আপনি না বুঝেন তাহলে সে প্রশ্নে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে প্রশ্নটির পূর্ণাঙ্গ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করুন। যাতে আপনার উত্তরটির দ্বারা উত্তরকারী তাঁর সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে পারেন ।

৭। মডেল উত্তর কম্পিউটার কিভাবে কাজ করে? [(কম্পিউটার বাইনারী পদ্ধতিতে কাজ করে) এমন উত্তর করা যাবেনা]। শুধুমাত্র উত্তরের কাঠামো বলা হল- কম্পিউটার কিঃ, বিদ্যুৎ কিঃ, ট্রানজিস্টর যেভাবে সংকেত তৈরি করেঃ, অন্যন্য পার্টস যেভাবে বিদ্যুৎ মডিফিকেশন করেঃ নেটওয়ার্ক সিগনাল যেভাবে তথ্য বহন করেঃ, সকল যন্ত্রাংশের সংগঠন একত্রে কম্পিউটার কাজ যেভাবে কাজ করেঃ, উপসঙ্গহারঃ । এই হচ্ছে মোটামুটি সম্ভাব্য উত্তর প্রদানের ধারা। আপনাকে বুঝতে হবে আনুষঙ্গিক সকল বিষয় নিয়া বিশদ উত্তর হবে।

৮। তবে প্রতিষ্ঠানিক বই পত্র বিভাগটি শুধু স্কুল কলেজের বইয়ের প্রশ্ন বা পরীক্ষার প্রশ্ন হওয়ায় এই বিভাগে বড় ছোট যেকোন আকারে উত্তর প্রদান করা যাবে। এক্ষেত্রে বিশেষ নীতি হচ্ছে আপনি গোল্ডেন এ+ পেতে চান তাহলে কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পেতেন, সেই ভাবে উত্তর করতে হবে। এক কথায় গাইড বইতে যেভাবে থাকে সেইভাবে উত্তর লিখে দিতে হবে। নিজের মতামতের ব্যাখ্যা করা যাবেনা। শুধুমাত্র প্রশ্নের উত্তরটুকুই লিখতে হবে।

৯। Flamebd কপি-পেস্ট কে সমর্থন করে না। সুতরাং, কোন প্রশ্নের উত্তর অন্য ওয়েবসাইট থেকে হুবহু কপি-পেস্ট করে উত্তর প্রদান করবেন না। কপি-পেস্ট উত্তর প্রদান করা সময় যে বিষয়টি লক্ষ্য করবেন, আপনি যে উত্তরটি পুরাপুরি কপি-পেস্ট করেছেন সেটাকে সুন্দর মতো নিজের থেকে সাজিয়ে-গুছিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করুন।

সেই সাথে কপি-পেস্ট করে উত্তর প্রদান করলে উক্ত উত্তরটির তথ্যসূত্র উল্লেখ করে দিন। Flamebd থেকে কোনো সদস্যের উত্তর পুরাপুরি কপি-পেস্ট করলে, উত্তর প্রদান করার সময় মূল উত্তরকারীর নামটি উত্তরের নিচে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করুন।

১০। স্বাস্থ্য ও চিকিৎসা এবং যৌন বিভাগের প্রশ্নে কোনো ঔষধের নাম সরাসরি উল্লেখ করে উত্তর প্রদান করার পূর্বে সর্তকতা অবলম্বন করুন। আপনি আগে ভাবুন এ বিষয়ে আপনার যথেষ্ঠ অভিজ্ঞ রয়েছে কিনা। কারণ- আপনার একটি ভুল পরামর্শের জন্য অপরের সমস্যা আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাই, এ বিষয়ে সব সময় সর্তকতা অবলম্বন করুন।

১১। কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে আপনার উত্তরটির পুরোপুরিভাবে সত্যতা প্রমানিত করানোর জন্য তথ্যসূত্র উপস্থাপনা করার চেষ্টা করা। তবে সকল উত্তরের ক্ষেত্রে উত্তরের তথ্যসূত্র প্রয়োজনীয়তা নেই যেসব উত্তরের ক্ষেত্রে উত্তরের তথ্যসূত্র অনিবার্য হয়ে পড়ে শুধুমাত্র সেসব উত্তরের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য।

১২।
শর্ট উত্তর দেওয়ার জন্য সতর্কতাঃ
এরকম ভাবে উত্তর দেওয়া যাবে নাঃ-

চট্টগ্রামের পূর্বনাম কি?
উত্তরঃ ইসলামাবাদ।


এভাবে উত্তর দিলে উত্তর অনুমোদন দেওয়া হবে না বা কোন এডমিনের সামনে এধরনের উত্তর দেখা মাত্র লুকিয়ে ফেলা হবে।

সঠিক নিয়মে যেভাবে উত্তর দিবেনঃ

চট্টগ্রামের পূর্বনাম কি?
উত্তরঃ চট্টগ্রামের পূর্বনাম ইসলামাবাদ।

এক শব্দে উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
ফ্লেমবিডি এ সুস্বাগতম !! যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং প্লাটফর্ম এর অন্যান্য সদস্যদের নিকট থেকে মুহুর্তেই পেতে পারেন আপনার কাংখিত উত্তর। আরো সহজভাবে বলতে গেলে ফ্লেমবিডি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন।
...