Flame BD এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক শিক্ষামূলক বাংলা প্লাটফর্ম।
0 like 0 dislike
52 views
in মাধ্যমিক by (1,345 points)

এসএসসি ২০২৪ মানুষ কবিতার MCQ প্রশ্ন উত্তর (with PDF).

১. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ. দুর্দিনের যাত্রী
ঘ. কুহেলিকা

২. ‘মানুষ’ কবিতায় কবি কীসের জয়গান গেয়েছেন?
ক. সাম্য
খ. সৌন্দর্য
গ. সামান্য
ঘ. সমস্ত

৩. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ কী ধরনের রচনা?
ক. নাটক
খ. গল্প
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ

৪. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ যুগবাণী
ঘ. কুহেলিকা

৫. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ যুগবাণী
ঘ. কুহেলিকা

৬. ‘মানুষ’ কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. যতীন্দ্রমোহন বাগচী
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

৭. ‘সাম্য’ শব্দের অর্থ কী?
ক. সমতা
খ. সৌন্দর্য
গ. সামান্য
ঘ. সমস্ত

৮. ‘ডাকিল পান্থ’ ‘মানুষ’ কবিতায় শব্দটি দ্বারা কার কথা বলা হয়েছে?

ক. ভুখারি
খ. পূজারি
গ. মোল্লা সাহেব
ঘ. কবি

৯. গজনি মামুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?
ক. তেরো বার
খ. পনেরো বার
গ. সতেরো বার
ঘ. উনিশবার

১০. ‘মানুষ’ কবিতায় গজনি মামুদকে আহ্বান জানানো হয়েছে কেন?
ক. ভজনালয় ধ্বংস করতে
খ. ভুখারিকে তাড়াতে
গ. ভণ্ড দুয়ারিদের ধ্বংস করতে
ঘ. গোশত-রুটি কেড়ে নিতে

১১. ‘মানুষ’ কবিতায় কবির মতে মহীয়ান কে? *
ক. পূজারী
খ. মোল্লা
গ. মানুষ
ঘ. পৃথিবী

১২. ‘ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি’– কে?
ক. মোল্লা সাহেব
খ. পূজারি
গ. কালাপাহাড়
ঘ. সৃষ্টিকর্তা

১৩. পূজারীকে কিসের দুয়ার খুলতে বলা হয়েছে?
ক. বাড়ির
খ. মন্দিরের
গ. মসজিদের
ঘ. খাবার ঘরের

১৪. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৮ সালে
খ. ১৮৯৯ সালে
গ. ১৯০০ সালে
ঘ. ১৯০১ সালে

১৫. কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
ক. ১৩০৪ সনে
খ. ১৩০৫ সনে
গ. ১৩০৬ সনে
ঘ. ১৩০৭ সনে

১৬. কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মেদিনীপুর
খ. হুগলি
গ. আসাম
ঘ. পশ্চিমবঙ্গ

১৭. ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কিসে যোগ দেন?
ক. সেনাবাহিনীতে
খ. পুলিশে
গ. লেটো গানের দলে
ঘ. বাঙালি পল্টনে

১৮. দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত?
ক. বর্ধমানে
খ. পশ্চিমবঙ্গে
গ. ময়মনসিংহে
ঘ. কুমিল্লায়

১৯. কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়?
ক. কুমিল্লায়
খ. ময়মনসিংহে
গ. ঢাকায়
ঘ. করাচিতে

২০. কাজী নজরূল ইসলামের উপাধি কোনটি?
ক. বীরবল
খ. বিদ্রোহী কবি
গ. যুগসন্ধিক্ষণের কবি
ঘ. ভানুসিংহ

২১. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যধিতে বাক্শক্তি হারান?
ক. ত্রিশ বছর
খ. পঁয়ত্রিশ বছর
গ. চল্লিশ বছর
ঘ. পঁয়তাল্লিশ বছর

২২. কাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ. কাজী নজরুল ইসলামকে
গ. জসীমউদ্দীনকে
ঘ. নির্মলেন্দু গুণকে

২৩. কাজী নজরুল ইসলামকে ডি.লিট উপাধি প্রদান করা হয় কোন প্রতিষ্ঠান থেকে?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. আলীগড় বিশ্ববিদ্যালয়
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

২৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ?
ক. অগ্নি-বীণা
খ. শিউলিমালা
গ. ব্যথার দান
ঘ. কুহেলিকা

২৫. কাজী নজরুল ইসলাম কত সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন?
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৭৭ সালে

২৬. কে স্বপ্ন দেখে আকুল হয়ে ভজনালয় খুলল?
ক. কবি
খ. ভুখারি
গ. পুজারী
ঘ. মোল্লা সাহেব

২৭. ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. পূজারীকে
খ. মোল্লা সাহেবে
গ. ভুখারিকে
ঘ. কবিকে

২৮. পূজারী কী লাভের আশায় ভজনালয় খোলে?
ক. দীর্ঘ জীবন লাভ
খ. অনেক ধন-সম্পদ
গ. দেবত্ব লাভ
ঘ. অলৌকিক শক্তি

২৯. পূজারী ভজনালয় খুলতে আকুল হয়ে ওঠে কেন?
ক. মানবতার সেবা করার জন্য
খ. দেবতার বর লাভের আশায়
গ. মন্দির থেকে মুক্তি লাভের আশায়
ঘ. ভিখারিকে মারার জন্য

৩০. ভুখারি পূজারীকে কয় দিন না খেয়ে থাকার কথা বলে?
ক. পাঁচ দিন
খ. ছয় দিন
গ. সাত দিন
ঘ. আট দিন

৩১. ভুখারির আকুতি শুনে পূজারী কী করে?
ক. সমবেদনা জানায়
খ. সাহায্য করে
গ. তাড়িয়ে দেয়
ঘ. পুজা করতে বলে

৩২. ‘মানুষ’ কবিতায় মসজিদে কী শিরনি ছিল?
ক. বাতাসা
খ. গোশত-রুটি
গ. খিচুড়ি
ঘ. জিলাপি

৩৩. মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন?
ক. সাত দিন না খেয়ে থাকার কথা শুনে
খ. ভূখারি চলে যাওয়ায়
গ. শিরনি বেঁচে যাওয়ায়
ঘ. পূজারির আশা পূরণ না হওয়ায়

৩৪. মোল্লা সাহেব অতিরিক্ত গোশত-রুটি কী করল?
ক. ভূখারিকে দিয়ে দিল
খ. মসজিদের সবাইকে ভাগ করে দিল
গ. শিরনি দাতাকে ফেরত দিল
ঘ. নিজে নিয়ে নিল

৩৫. মোল্লা সাহেব ভুখারিকে গোশত-রুটি দিল না কেন?
ক. ভুখারি নামাজ পড়ে না বলে
খ. গোশত-রুটি ফুরিয়ে গিয়েছিল বলে
গ. ভূখারির গায়ে নোংরা লেগেছিল বলে
ঘ. নিজে ভোগ করার লোভে

৩৬. ভুখারি কত বছর বয়সী?
ক. ষাট বছর
খ. সত্তর বছর
গ. আশি বছর
ঘ. নব্বই বছর

৩৭. ‘মানুষ’ কবিতায় কবি কী ভেঙে ফেলতে বলেছেন?
ক. মসজিদ-মন্দির
খ. ভজনালয়ের তালা দেওয়া দ্বার
গ. মোল্লা-পুরুতের বাড়িঘর
ঘ. মোল্লা সাহেবের হাত

৩৮. ‘মানুষ’ কবিতায় কবি হাতুড়ি শাবল চালাতে বলেছেন কেন?
ক. ভজনালয় ভাঙার জন্য
খ. ভজনালয়ের বন্ধ দরজা খোলার জন্য
গ. পূজারির ঘর ভাঙার জন্য
ঘ. রাস্তা তৈরির জন্য

৩৯. পূজারীর মন্দিরের সামনে কে দাঁড়িয়ে আছে?
ক. মোল্লা সাহেব
খ. ক্ষুধার ঠাকুর
গ. কালাপাহাড়
ঘ. গজনি মামুদ

৪০. পূজারী ফিরিয়ে দেওয়ায় সমস্ত পথ জুড়ে ভুখারির কেমন লেগেছে?
ক. ক্ষুধায় পেট জ্বলেছে
খ. ক্লান্ত লেগেছে
গ. মাথা ঘুরেছে
ঘ. চোখে ঝাপসা দেখেছে

৪১. পূজারী মন্দির বন্ধ করে দিলে ভুখারি কী করে?
ক. দরজার সামনে বসে
খ. দরজা ধাক্কাধাক্কি করে
গ. সেখান থেকে চলে যায়
ঘ. লোক ডাকাডাকি করে

৪২. ভুখারি আশি বছর কী করেনি?
ক. ভাত খায়নি
খ. মিথ্যা কথা বলেনি
গ. ভিক্ষা করেনি
ঘ. খোদাকে ডাকেনি

৪৩. “খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা?” লাইনটি কাজী নজরুল ইসলামের কোন মনোভাবের ধারক?
ক. প্রতিবাদী মনোভাব
খ. ধ্বংসাত্মক মনোভাব
গ. বিনয়ী মনোভাব
ঘ. হিংসাত্মক মনোভাব

৪৪. মোল্লা সাহেব কাকে দেখে বিরক্ত হন?
ক. পূজারীকে
খ. কালাপাহাড়কে
গ. ভুখারিকে
ঘ. চেঙ্গিস খানকে

৪৫. মোল্লা সাহেব ভুখারির কথায় বিরক্ত হন কেন?
ক. স্বার্থত্যাগের ভয়ে
খ. ভুখারি নামাজ পড়ে না বলে
গ. শিরনি দেয়ার সময় চলে আসায়
ঘ. ভুখারি মন্দিরে গিয়েছিল বলে

৪৬. কে পূজারীকে দুয়ার খুলতে বলেছে?
ক. কালাপাহাড়
খ. ভুখারি
গ. কবি
ঘ. চেঙ্গিস খান

৪৭. ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়’ চরণটিতে ভূখারির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. অভিমান
খ. ক্ষোভ
গ. হিংসা
ঘ. অসহায়ত্ব

৪৮. মসজিদ মন্দিরে মানুষের দাবি নেই কেন?
ক. মোল্লা পুরুত তালা লাগানোয়
খ. মানুষ পার্থনা না করায়
গ. মানুষ ধর্মবিরোধী কাজ করায়
ঘ. ভুখারির সংখ্যা বেড়ে যাওয়ায়

৪৯. কবির মতে কবিতায় বর্ণিত মোল্লা পুরুত কেমন প্রকৃতির লোক?
ক. ভালো মানুষ
খ. দয়ালু
গ. ভণ্ড
ঘ. অনিষ্টকারী

৫০. ‘মানুষ’ কবিতায় ক্ষুধার্ত মানুষকে দেবতাজ্ঞান করে কী বলা হয়েছে?
ক. ভুখারি
খ. পূজারি
গ. ক্ষুধার ঠাকুর
ঘ. ক্ষুধার মানিক

উত্তর দেখেতে এখানে ক্লিক করুন

Please log in or register to answer this question.

Welcome to FlameBD!! Where you can ask questions and get instant answers from other members of the platform. To put it more simply, flambd is a platform where you can get answers to your questions or problems through members of the community platform and you can answer other people's questions or problems.

7,432 questions

6,399 answers

35 comments

1,132 users

...