টাকা হালালে কি হয় এটা কেমন ধরনের প্রশ্ন করলেন ভাই? টাকা হারিয়েছেন এটার কারণ হতে পারে আপনার অসতর্কতার জন্য হয়ত। আর সবচেয়ে বড় কথা এই টাকা আপনার তাকদিরে ছিলনা, রিজিকে ছিল না। আপনার ভাগ্যে ছিল আপনার টাকা হারাবেন তাই হারিয়েছেন। তবে টাকা বেশি পরিমাণ হারালে আপনার অর্থনৈতিক ক্ষতি হবে, আপনার অভাব-অনটন হতে পারে। হতে পারে এটাই আপনার জন্য আল্লাহর পরিক্ষা। যাইহোক সবসময় আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ তায়ালা টাকা দেয়া ও তা কেড়ে নেয়ার মালিক।