কিছু কথা !!
কিছু কথা !
Flamebd তে আপনাকে স্বাগতম! এখানে আপনি আপনার মনের অজানা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারবেন। আশাকরি এখানে আপনার অজানা কিছু প্রশ্ন করলে আমাদের বিশেষজ্ঞ টিম আপনার প্রশ্নের কাঙ্খিত উত্তর বের করে তারপর আপনার দুয়ারে পৌছেঁ দিব। আশাকরি আপনি আমাদের Flamebd সাইটের দ্বারা অনেক উপকৃত হবেন। পাশাপাশি আমাদের সঙ্গে চলাফেরা করলে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করলে আপনার জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে। আপনি শুধু আমাদের সাইটের মাধ্যমে জ্ঞান অর্জনই না, আপনি জ্ঞান অর্জন এর পাশাপাশি আমাদের সাইট ভিজিট করে আপনি অপরের প্রশ্নের উত্তর দিয়ে নিজের জ্ঞান পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে পারবেন।
আমরা বাঙ্গালি আমরা বার বার ঘুড়ে দাঁড়াতে জানি, আমাদের ছোট্ট, এই ভূখণ্ড প্রাচীন আমল থেকেই শোষিত, বঞ্চিত ও শাসিত হয়ে আসছে, তবে আমরা কখন পরাজয় মেনে নেইনি। আমরা হয় জিতেছি নয়ত আমরা শিখেছি। আমরা বীরের জাতি তবুও আমরা কখন ব্যর্থ হইনি বা পরাজয় মেনে নেইনি। আমরা বাঙ্গালি বর্তমান ২১ শতকের পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করতে চাই, আমরা প্রযুক্তি, বিজ্ঞানকে কাজে লাগিয়ে দেখিয়ে দিব পৃথিবীকে আমরা আসলে কেমন জাতি। আমরা বাঙ্গালি জাতি আমাদের প্রথম হাতিয়ার হলো জ্ঞানের শক্তি আর সেই শক্তি কে আরো শক্তিসালী করার জন্যেই আমরা প্রতিষ্ঠা করেছি Flamebd এর মত একটি অনলাইন বৃহৎ কমিউনিটি। ধন্যবাদ আশাকরি সবাই আমাদের পাশে থাকবেন।
।
মহা-সমন্বয়ক , Flamebd
...